English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৭:১০

রানা প্লাজা ধসের মামলার বিচার শুরু

অনলাইন ডেস্ক
রানা প্লাজা ধসের মামলার বিচার শুরু

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১৪ জুন) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২৩ আগস্ট দিন দিন ধার্য করেন। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার কামনা করেন।

এদিকে আদালতে হাজির না হওয়ায় সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাভার পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, মাহবুবু আলম, ঠিকাদার নান্টু ও রেজাউল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার আসামি ভবন মালিক সোহেল রানা ও সাভার পৌরসভার সাবেক নিবার্হী প্রকৌশলী রফিকুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রানার মা মর্জিনা বেগম, রানার বাবা আবদুল খালেকসহ বাকি আসামিরা জামিনে রয়েছেন।