English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১১:৫৩

পুকুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গলাকাটা লাশ

অনলাইন ডেস্ক
পুকুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গলাকাটা লাশ

রাজশাহীর বাগামারায় হামিরকুৎসা এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার লাশ পাওয়া গেছে। তার নাম আলতাফ হোসেন সোনা (৩২)।

মঙ্গলবার (১৪ জুন) সকালে হামিরকুৎসা গ্রামের একটি পুকুরে এ লাশ পাওয়া যায়।

লাশটি পুকুরে পড়েছিল। পুকুরে আশপাশে ভিড় করছেন স্থানীয়রা।

নিহত আলতাব সোনার হামিরকুৎসা এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি হামিরকুৎসা গ্রামের মৃত মজিবুল শাহার ছেলে। যে পুকুরে আলতাবের লাশ পাওয়া গেছে সেখান থেকে আলতাবের বাড়ির দূরুত্ব মাত্র ২০০ গজ বলে জানিয়েছে স্থানীয়রা।

হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান ও নিহত আলতাফ হোসেনের চাচাতো ভাই মামুনুর রশিদ জানান, আজ সকালে হারিমকৎসা গ্রামের একটি পুকুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কে বা কারা আলতাবকে হত্যা করেছে তা জানা যায়নি।

তিনি আরও জানান, সোমবার (১৩ জুন) রাত নয়টা থেকে নিখোঁজ ছিলেন আলতাফ হোসেন। এরপর থেকে তার পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না। এ অবস্থায় সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা

পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে কান্নায় ভেঙে পড়ে।

এ ব্যাপারে রাজশাহীর বাগামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।