English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১১:৪৫

যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীর চন্ডিপুর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (১৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে দুইশ গজ দূরে গলির মধ্যে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত আহসান হাবিব আপেল (৩০) রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত বকুলের ছেলে। নিহতের গলায় ও বুকে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আপেল মহানগরীর লক্ষীপুর এলাকার পলাশ ওষুধের ফার্মেসীর কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানিয়েছে, ফজরের নামাজের সময় আপেলকে কে বা কারা কুপিয়ে রেখে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বর্তমানে পুলিশ ও সিআইডি এসে জায়গাটিকে ঘিরে রেখেছে। তারা আলাতম সংগ্রহ করছে।

নিহতের মা সুখী বেগমের অভিযোগ, পূর্ব শক্রতার জেরে প্রতিবেশী গিয়াসের ছেলে আরিফ আপেলকে কুপিয়ে হত্যা করেছে।

এদিকে ঘটনার পর থেকে গিয়াস, তার ছেলে আরিফ এবং তাদের পরিবারের লোকজন পলাতক রয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি বাড়ি পাশে আপেলের রক্তমাখা লাশ পড়ে আছে। তার গলায় ও বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আশপাশের মানুষজন সেখানে ভিড় করছেন। এরপর সাড়ে ছয়টার দিকে সিআইডির টিম ঘটনাস্থলে এসে আলাতম সংগ্রহ করা শুরু করেছেন।

নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, পারিবারিক শত্রুতার জের ধরেই আপেলকে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আপেলের নামেও একাধিক মামলা ছিল।