English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৪:৩৯

অস্ত্রসহ দুই জেএমবি গ্রেফতার

অনলাইন ডেস্ক
অস্ত্রসহ দুই জেএমবি গ্রেফতার

নওগাঁর রানীনগর ও আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও ককটেলসহ তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) রাতে আত্রাই ও রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আবুল হোসেন (৩৫) ও গোলাম কাদের খাজা (৪২) নামে এই দুই জঙ্গিকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, উপজেলার তিলাবদরি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মেছের আলীর ছেলে আবুল হোসেনকে একটি দেশীয় শটগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমবি সদস্য বলে জানান ওসি বদরুদ্দোজা। এদিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান, রাণীনগর উপজেলা চত্বরে মা ফার্নিচারে অভিযান চালিয়ে গোলাম কাদের খাজাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দোকানে তল্লাশি করে দু'টি ককটেল ও একটি রাম দা উদ্ধার করা হয়। উপজেলার আবাদপুকুর বাজারের আশরাফ আলীর ছেলেখাজা জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমবি সদস্য বলে জানান জামান।