English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৪:২৭

সাতক্ষীরায় সাঁড়াশি অভিযানে অাটক ৪৮

অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় সাঁড়াশি অভিযানে অাটক ৪৮

জঙ্গি ও সন্ত্রাসী দমনে সাতক্ষীরায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন জামায়াত-শিবিরের কর্মী।

শনিবার (১১ জুন) সন্ধ্যা থেকে রোববার (১২ জুন) ভোর পর্যন্ত জেলার আটটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম।

তিনি জানান, অভিযানে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে ১৯ জন, কলারোয়া থানা এলাকা থেকে ৫ জন, তালা থানা এলাকা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা এলাকা থেকে ৪ জন, শ্যামনগর থানা এলাকা থেকে ৫ জন, আশাশুনি থানা এলাকা থেকে ৪ জন, দেবহাটা থানা এলাকা থেকে ২ জন এবং পাটকেলঘাটা থানা এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এসআই কুমকুম জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।