English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৫:৩৩
বিচারকের স্ত্রীর মৃত্যুর অভিযোগে

দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক
দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় বিচারকের স্ত্রীর মৃত্যুর অভিযোগ এনে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে মামলাটি দায়ের করেন নিহত প্রসূতি সায়মা শিকদারের (২২) মা সালমা বেগম।

মামলা দায়েরের পর আদালত দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি করা অভিযুক্ত দুই চিকিৎসক হলেন- গাইনি বিশেষজ্ঞ ডা.কাজল রেখা রায় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারির রেজিস্ট্রার ডা. দেবাশীষ তালুকদার।

এছাড়া নগরীর পেশেন্ট কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদিপক্ষের আইনজীবী এডভোকেট আরেফিন রিজভি এ খবর নিশ্চিত করেছেন।

মামলায় বাদিনী সালমা বেগম সন্তান প্রসবের সময় অভিযুক্তদের অবহেলায় তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবী করেন। নিহত সায়মা শিকদার নোয়াখালীর সহকারি জেলা জজ মোরশেদুল আলমের স্ত্রী এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজতত্ত্ব বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।