English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৪:৩১

মিতু হত্যার ইস্যুতে সাবেক শিবিরকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
মিতু হত্যার ইস্যুতে সাবেক শিবিরকর্মী গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে নগরীর ফতেয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবেক এ ছাত্রশিবিরের নাম আবু নাসের গুন্নু (৪০)। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থেকে তিনি গত ৫ বছর আগে দেশে ফেরে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের একটি মাজারে খাদেম হিসেবে যোগদান করেন।

গ্রেফতার আবু নাসের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি অংশ নিয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যাকাণ্ডে তার (আবু নাসের) সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত।