English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৬:৪৫

ব্যাংক ডাকাতির মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
ব্যাংক ডাকাতির মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতদের হামলায় ৮ জন নিহতের ঘটনায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনের যাবজ্জীবন, দু’জনের ৩ বছরের কারাদণ্ড এবং বাকি দু’জনকে খালাস দেওয়া হয়।

ঢাকা জেলা দায়রা জজ এসএম কুদ্দুস জামান মঙ্গলবার (৩১ মে) এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, মাহফুজুল ইসলাম সুমন ও পলাশ ওরফে সোহেল রানা। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উকিল হাসানকে। তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বাবুল সরদার ও মোজাম্মেল হক এবং খালাস পেয়েছেন আব্দুল বাতেন ও শাজাহান জমাদ্দার। আসামিদের মধ্যে পলাশ পলাতক। অন্য ১০ জন কারাগারে রয়েছেন। তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে ২৫ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ৩১ মে দিন ধার্য করেন আদালত।