English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৬:১৪

তাঁতীকে জবাই করেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
তাঁতীকে জবাই করেছে দুর্বৃত্তরা
টাঙ্গাইলের দেলদুয়ারে আশরাফ আলী খান (৪৫) নামের এক তাঁত শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) সকালে পুলিশ দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের বিন্দুরিয়া গ্রামে এলাংজানী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী মুকুল বেগম জানান, রোববার রাতে কে বা কারা তার স্বামীকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি।
 
সকালে নদী পাড়ে তার জবাই করা লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে । তিনি আরও জানান, গত বছরের ২০ মে গ্রামের একটি মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে তার ছেলে মোশারফ হোসেন নিহত হয়। এ ঘটনায় ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় হিংগানগড় গ্রামের ৪০ জনের বিরুদ্ধে আশরাফ আলী খান বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। জবাই করে ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।