English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৮:০৫

শাহজালাল থেকে ৮৪টি সোনার বার জব্দ

অনলাইন ডেস্ক
শাহজালাল থেকে ৮৪টি সোনার বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুল হোসেন নামে এক যাত্রীর কোমর থেকে ১০ কেজি ওজনের ৮৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, শনিবার (২৮ মে) সকালে আবুল হোসেন কাতার হতে কিউআর ৬৩৬ বিমানে করে সকাল ৬টায় ঢাকায় আসেন।

তারপর তাকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে রাখা দুটি প্যাকেট থেকে ৮৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৫ লাখ টাকা।