English Version
আপডেট : ২৭ মে, ২০১৬ ১৭:৫৩

অর্থ পাচারে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়

অনলাইন ডেস্ক
অর্থ পাচারে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৬ হাজার ২৪০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই টাকা পাচার হচ্ছে হুণ্ডিও রেমিটেন্সের মাধ্যমে। উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ছোট হল রুমে ইক্যুইটি এণ্ড জাস্টিস ওয়ারর্কিং গ্রুপ বাংলাদেশ আয়োজিত ‘উন্নয়ন বিনিয়োগও রাজস্ব আয় বৃদ্ধিতে অর্থনৈতিক অর্থ পাচার বন্ধ করতে হবে, শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ইউএনডিপির এক গবেষণা প্রতিবেদন অনুযায়ি, স্বাধীনতার পর গত চার দশকে বাংলাদেশ থেকে প্রায় ৩ লাক কোটি টাকা পাচার হয়েছে। যা সাম্প্রতিক বাজেটের দেড়গুণের সমান।

বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ডসহ বিভিন্ন বিশ্লেষণে প্রাপ্ত তথ্য অনুযায়ি, বাংলাদেশ থেকে বছরে প্রায় ২০হাজার কোটি টাকা হুণ্ডির মাধ্যমে, ১০-১৬ হাজার কোটি টাকা ট্রান্সফার প্রাইজিং (কম মূল্যে আমদানি মূল্য দেখানো) এবং অন্যান্য অবৈধ উপায়ে প্রায় ৫হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।