English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৯:০৬

নারায়ণগঞ্জে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ
প্রতীকী ছবি।

প্রেমিকের হাত ধরে পালিয়ে এসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ থেকে পালিয়ে আসা প্রেমিককে (২২) বেঁধে রেখে তার প্রেমিকাকে গণধর্ষণ করেছে বখাটেরা। এ ঘটনায় স্থানীয় লোকজন মো. সাগর (২৭) নামের এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নির্যাতিত মেয়েটির প্রেমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, ঝিনাইদহ জেলা সদরের হিন্দু সম্প্রদায়ের কিশোরীটির মা-বাবা ভারতে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। ওই বিয়েতে রাজি না থাকায় সে পরিবারের লোকজনকে না জানিয়ে শুক্রবার বিকেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। নাইট কোচে শুক্রবার ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে এসে  নামে তারা। সেখানে বখাটেদের চোখ পড়ে তাদের ওপর।

এ সময় বাসস্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত মায়ের দোয়া হোটেলের মালিক বখাটে সাগরের নেতৃত্বে আকবর হোসেন, মেহেদী হাসানসহ চার-পাঁচজন বখাটে প্রেমিক যুগলকে জোর করে ধরে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে বেঁধে রেখে তারা পালাক্রমে ধর্ষণ করে মেয়েটিকে। ধর্ষকদের বারবার কাকুতি-মিনতি করেও শেষরক্ষা করতে পারেনি বলে ধর্ষিতা কিশোরীটি জানায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন মায়ের দোয়া হোটেলের মালিক ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চরসিয়ারী গ্রামের তারা মিয়ার ছেলে সাগরকে আটক করে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল জানান, স্থানীয় লোকজন সাগর নামের এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষণের শিকার কিশোরী ও তার প্রেমিককে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে  সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত রাতে জানান, ঘটনাস্থলটি ডেমরা থানার আওতাধীন হওয়ায় গ্রেপ্তারকৃতকে পরে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।