English Version
আপডেট : ২১ মে, ২০১৬ ২২:৫৫

গণধোলাইয়ে চাঁদাবাজ পরে আটক

আল-মামুন
গণধোলাইয়ে চাঁদাবাজ পরে আটক

মৌসুমী ফলের পরিবহন থেকে চাঁদা আদায়কালে খাগড়াছড়ি জেলা শহরে জনতার গণধোলাই দিয়েে এক চাঁদাবাজকে। পরে ওই চাঁদাবাজকে পুলিশের হাতে তুলে দেন জনতা।

শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের ১নং ইউনিয়নের শিলাছড়ি সেতুর উপর মৌসুমী ফল বহনকারী পরিবহনের গতিরোধ করে চাঁদা আদায়কালে গাড়ীর চালক, হেলপার,যাত্রীরাসহ চাঁদাবাজকে আটক করে। এসময় সময় আশপাশের লোকজন গণধোলাই দিয়ে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে।

আটক চাঁদাবাজের নাম আতিকুর রহমান (৩৪)। সে জেলা শহরের কদমতলী এলাকার মো: অহিদুল্লাহের ছেলে। আতিকুর রহমান নতুন কুড়িঁ ক্যান্টমেন্ট হাই স্কুলের অফিস সহকারী পদে কর্মরত।

জনতার বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূইঁয়া জানান, লিচু ও কাঠাল বহনকারী পরিবহন থামিয়ে চাঁদা আদায় করছিল আতিকুর ও তার সহযোগীরা। একসাথে কয়েকটি গাড়ী জমা হয়ে গেলে গাড়ীর চালক, হেলপার ও যাত্রীরা মিলে চাঁদাবাজদের ধাওয়া করে।

এসময় অন্যরা পালিয়ে গেলেও আতিকুর রহমানকে আটক করে জনতা। ঘটনাস্থল থেকে নতুন কুড়িঁ ক্যান্ট হাই স্কুলের নাম ব্যবহারকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।