English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৮:১৫

ছেলেকে ধরিয়ে দিল মা

অনলাইন ডেস্ক
ছেলেকে ধরিয়ে দিল মা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে হাতে তুলে দিল মা নিজেই। পুলিশ তাকে ভ্রামমান আদালতে হাজির করলে সোমবার (১৬ মে) বেলা ১১টার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ জাকির হোসেন মাদকাসক্ত সুফল বিশ্বাস (১৯)কে ১ বছরের কারাদন্ড  দিয়ে এ রায় দেন।

পুলিশ সুত্রে জানা গেছে, নড়াইল পৌর এলাকার দূর্গাপুর গ্রামের বিষ্ণ বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস (১৯) । দীর্ঘদিন যাবৎ সুফল বিশ্বাস মাদকাশক্ত থাকায় পারিবারিক ভাবে বিভিন্ন প্রতিরোধ করার চেষ্টা করলেও তাকে মাদকাসক্তি থেকে ফেরানো সম্ভব হয়নি।

সোমবার সকালে তার মা নিজে পুলিশে  খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ৯ পিস ইয়াবাসহ তাকে আটক করে । ভ্রামমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।