English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৮:২১

’২০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়’

অনলাইন ডেস্ক
’২০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়’

চাঁদপুরে ঢাকনাবিহীন সেফটিক ট্যাঙ্কে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় বিআইডব্লিউটিএ’র নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও অবহেলাকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে নিহতের পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন, বাংলাদেশ’র করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৫ মে) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

স্বরাষ্ট্র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউ) চেয়ারম্যান ও সহকারী পরিচালক, চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউ) ৩১ অক্টোবরের মধ্যে তাদের অধীনে সারাদেশে যতগুলো নলকূপ, পাইপ, সেপটিক ট্যাঙ্ক, ট্যাংক, নালা, জলাধার, খাল ইত্যাদি আছে এবং সেগুলো অরক্ষিত কিনা, তার তালিকা তৈরি করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।

আদালতে রোববার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।