English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৭:৩৭

জুলহাজ-তনয় হত্যার দায়ে রিমান্ডে শিহাব

অনলাইন ডেস্ক
জুলহাজ-তনয় হত্যার দায়ে রিমান্ডে শিহাব

সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অাটক আনসারউল্লাহ বাংলা টিমের কথিত সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাবের (৩৭) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ মে) শরিফুলকে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহার উদ্দিন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

মনিরুল আরও জানান, ওই হত্যাকাণ্ডে খুনিদের অস্ত্র সরবরাহকারী হিসেবে ছিলেন শরিফুল ইসলাম। তিনি ব্যাকআপ সদস্য হিসেবে কাজ করেছেন। হত্যাকাণ্ডের দিন ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি এবং বোমা দিয়ে সহায়তা করেছিলেন। শিহাব ১৯৯৮ সাল থেকে হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন।

তবে ২০১৫ সালে তিনি আনসারুল্লাহ বাংলাটিমে (এবিটি) যোগ দেন। বর্তমানে তিনি কুষ্টিয়া অঞ্চলের এবিটির একটি ইউনিটের দায়িত্বে ছিলেন।

মনিরুল ইসলাম আরও জানান, প্রায় দুই মাস ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সর্বনিম্ন এক মাস আগে স্লিপার সেলের কাছে জুলহাজকে হত্যার বিষয়টি জানানো হয়।