English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৭:২৮

শাহজালাল থেকে দুই ব্য‌ক্তি আটক

অনলাইন ডেস্ক
শাহজালাল থেকে দুই ব্য‌ক্তি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণ, মোবাইল, সিগারেটসহ দুই ব্য‌ক্তি‌কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন- কুতুব উদ্দিন ও ইদ্রিস আলী।

রোববার বিমানবন্দরের ক্যানপি ২ এলাকা থেকে এসব মালামালসহ তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আহমদ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩৫১ কার্টন সিগারেট, ৭৩২ গ্রাম স্বর্ণ, ২১টি স্যামসাং গ্যালাক্সি এস৭ মোবাইল ও ৪টি ক্যামেরা।

তারেক আহমদ জানান, আটক দুজন সকালে দুবাই থেকে জি৯-৫১৭ বিমানে করে ফ্লাইটে ঢাকায় আসেন। পরে ক্যানপি-২ এলাকায় তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।