English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১০:২০

জুলহাজ-তনয় হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

অনলাইন ডেস্ক
জুলহাজ-তনয় হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের ঘটনায় কুষ্টিয়া থেকে শরীফুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) রাতে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মারুফ হোসেন সরদার জানান, রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে কলাবাগান লেক সার্কাসের লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।