English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৫:৪১

রেজাল্ট খারাপ হওয়ায় আত্মহত্যা

অনলাইন ডেস্ক
রেজাল্ট খারাপ হওয়ায় আত্মহত্যা

নড়াইলে লোহাগড়ায় এসএসসিতে আশানুরুপ রেজাল্ট না করায় ডালিয়া খানম (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। ডালিয়া লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের নান্নু সরদারের মেয়ে।

শুক্রবার (১৩ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সুত্রে জানাগেছে, লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ডালিয়া এবছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা শেষে আপনজনদের কাছে বলেছে সে ভাল রেজাল্ট করবে। কিন্তু গত ১১ মে ফলাফল প্রকাশের পর  জানতে পারে সে জিপিএ ৩.৩৩ (বি গ্রেড) পেয়েছে। তার আশা ছিল সে আরও ভাল রেজাল্ট করবে।

গতকাল রাতে সে নিজ ঘরে দরজা বন্ধ করে  শুয়ে ছিল । গভীর রাতে কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকেরা ডাকাডাকি করে। সে দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখে সে ঘরের ডাবের (বাশের) সাথে  নিজের ব্যবহৃত  ওড়না  পেচিয়ে আত্মহত্যা করেছে ।