English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৫:৩১

দুই ক্রেতাকে ফিল্মি স্টাইলে কুপিয়েছে মুরগি বিক্রেতা

অনলাইন ডেস্ক
দুই ক্রেতাকে ফিল্মি স্টাইলে কুপিয়েছে মুরগি বিক্রেতা

নড়াইলে মুরগির মাংস ক্রয় করতে গিয়ে ওজনে কম পেয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে পোল্ট্রি মুরগির মাংস বিক্রেতারা।

শুক্রবার (১৩ মে) বেলা ১২টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ মাংস বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, রূপগঞ্জ মাংস বাজারের ব্যবসায়ী বাটুলের দোকানের কর্মচারীরা ইমরান সিকদার (৩০), শরীফ (২৫) কে মুরগি কাটা চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া অন্যান্য পোল্ট্রি মুরগি মাংস ব্যবসায়ীরা মিলে রায়হানসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। আহতদেরকে স্থানীয় জনতারা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।

ইমরানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, তারা নড়াইলের ঐতিহ্যবাহী নিশিনাথতলা মন্দিরে মাসব্যাপি মেলায় কসমেটিক্স সামগ্রী বিক্রি করতে এসেছে। ঘটনার দিন দুপুরের খাবারের আয়োজন করার জন্য তারা রূপগঞ্জ বাজারস্থ পোল্ট্রি মুরগি ব্যবসায়ী বাটুলের দোকান থেকে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি পোল্ট্রি মুরগি ক্রয় করে। কিন্তু ক্রয়কৃত মুরগির ওজন নিয়ে সন্দেহ হওয়ায় তারা পাশের দোকান থেকে মুরগির ওজন করে তাতে ১ কেজি ৫০ গ্রাম কম পায়।

ভুক্তভোগীরা আরও নিশ্চিত হওয়ার জন্য একই দোকান থেকে পুনরায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের আরেকটি মুরগি ক্রয় করে। কিন্তু সেই মুরগিতেও একইভাবে ৫০০ গ্রাম ওজন কম ধরা পড়ে। এ ঘটনার প্রতিবাদ করায় বাটুলের দোকানের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে মুরগি কাটা চাপাতি দিয়ে ফিল্মি স্টাইলে শত শত লোকের সামনে ইমরান ও শরীফকে মেরে ফেলার উদ্দেশ্যে সজোরে কোপ দেয়।

সৌভাগ্যবশতঃ উক্ত কোপ লক্ষভ্রষ্ট হওয়ায় ইমরান ও শরীফ আহত হয়। তাছাড়া ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে রায়হান নামে অপর এক যুবকসহ আরও কয়েকজনকে বেধড়ক পিটিয়ে জখম করে। এ সময় জনতা এগিয়ে না আসলে প্রাণহানি ঘটতে পারতো বলে অনেকে জানিয়েছেন।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, আমি ঘটনাটি শুনেছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদেরকে সদর হাসপাতালে দেখতে গিয়েছে বলে দাবি করেন। এছাড়া কোন অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।