English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৫:২১

শিশু ধর্ষণ চেষ্টা

অনলাইন ডেস্ক
শিশু ধর্ষণ চেষ্টা

নড়াইল সদরের শেখহাটির তপনভাগ গ্রামের চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল সদরের শেখহাটির তপনভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এর ৯ (১) ধর্ষণ করার অভিযোগ এনে বৃহস্পতিবার (১২ মে) একটি মামলা হয়েছে। মামলা নং-১৫। 

সদর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে দুলাল ঘোষের (৪৫) নিজ ঘরে ফুসলিয়ে নিয়ে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করে। ওই দিন রাতেই শিশুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন শিশুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে গেলে একই গ্রামের দুলাল ঘোষ (৪৫) তাকে মিষ্টি দেবে বলে ফুসলিয়ে নিজ বাড়ির পূর্ব পোতায় ওয়াল দেয়া টিনের ঘরে নিয়ে শারীরিকভাবে উত্যক্ত করে। এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

শিশুর মা জানায়, আমার মেয়ের গলার আওয়াজ শুনে আমি এগিয়ে গেলে দেখি মেয়ে আমার কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতেছে। সে দৌঁড়িয়ে তার (শিশু) বড় চাচিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ঘটনাটি খুলে বলে। পরে তার চাচির কাছ থেকে পরিবারের সবাই বিস্তারিত জানতে পারি। এরপর ঘটনাটি গ্রামবাসিকে জানানো হয়।

শিশুর বাবা জানান, দুলাল আমার মেয়েকে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মে) তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এর ৯ (১) ধর্ষণ করার অপরাধে মামলা গৃহিত হয়েছে। বর্তমানে শিশুটি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।