English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১০:৫১

ব্যাট দিয়ে পিটিয়ে পরীক্ষার্থী হত্যা: এখনো ধরা যায়নি বিধানকে

ষ্টাফ রিপোর্টার
ব্যাট দিয়ে পিটিয়ে পরীক্ষার্থী হত্যা: এখনো ধরা যায়নি বিধানকে
বাবুল সিকদার হৃদয় (ইনসেটে) লাশের সামনে বন্ধুরা ফাইল ফটো

বন্ধুদের ব্যাটের আঘাতে নিহত বাবুল সিকদার হত্যার ঘটনায় একমাত্র আসামি বিধানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাড়ী ছেড়া বুকের ধনকে হারিয়ে পাগল প্রায় মা তাজেরা বেগম। যাকে দেখছেন তাকেই ছেলের রেজাল্ট দেখাচ্ছেন। কান্না করতে করতে ছেলেকে নিয়ে তার নানা কথা স্বপ্নের কথা বলে বারবার মুর্চ্ছা যাচ্ছেন।

ফরিদপুরের সদরপুর থানার দক্ষিণ আলমনগর এলাকায় বাবুল সিকদার হৃদয়ের দাদা বাড়িতে তাজেরা বেগম বার বার মুর্চ্ছা যাচ্ছেন। তাকে প্রতিবেশীরা সান্ত্বনা দিচ্ছেন।   বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে হৃদয়ের লাশ দাফনের পর বাবা মোস্তফা সিকদার ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকালে তিনি মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হৃদয়ের বন্ধু বিধানকে একমাত্র আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাজাহান আলী।    তিনি বলেন, আসামি বিধানকে খোঁজা হচ্ছে। তবে এখনও তাকে আটক করা সম্ভব হয়নি।   স্থানীয় বাসিন্দারা জানান, বিধান ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন তিতুর ভাগ্নে। বিধানের আরেক মামা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন লিঠু। বিধানের পরিবার মিরপুর শাহআলীবাগ এলাকায় প্রভাবশালী। কেউ তাদের পরিবার সম্পর্কে মুখ খুলতে চায়না।   মিরপুরের বড়বাগের বসতি হাউজিংয়ের ৫ নম্বর রোডের ১০/সি নন্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকেন মোস্তফা সিকদারের পরিবার। কল্যাণপুরে রাব্বী অটোমোবাইলস নামে একটি মোটর ওয়ার্কশপের মালিক তিনি।    মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুইয়া মাহবুব হাসান বলেন, একমাত্র আসামি বিধানকে আটক করতে দু'টি টিম মাঠে কাজ করছে।