English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ২০:৩০

পাকিস্তানি নারী আটক গুলশানে

অনলাইন ডেস্ক
পাকিস্তানি নারী আটক গুলশানে
রাজধানীর গুলশান এলাকা থেকে ইয়াসমিন রাজভয় নামে পাকিস্তানি এক নারীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ১৭১ এভিনিউ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ইয়াসমিন রাজভয় গুলশান এলাকার সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। তিনি ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে চলে যেতে চাইছিলেন।
 
প্রতিষ্ঠানটির অর্থনৈতিক হিসেব নিকেষের কিছু জের ছিল। সে জন্যই ওই নারীকে আটক করে স্থানীয় লোকজন তাকে থানায় নিয়ে এসেছে।