English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৯:৩২

মাটিরাঙ্গার সাবেক মেয়র বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
মাটিরাঙ্গার সাবেক মেয়র বিরুদ্ধে দুদকের মামলা

খাগড়াছড়ির জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন মামলা করেছে।

দুদক সূত্রে জানা যায়, মেয়র থাকাকালীন সময় ভূয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার সন্ধ্যায় দুদুকের সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় এ মামলা দায়ের করে।

মামলার অন্যান্য আসামীরা হচ্ছে- মাটিরাঙ্গা পৌরসভার কার্য-সহকারী আনোয়ার হোসেন, সচিব অনিল কুমার ত্রিপুরা ও হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিরাঙ্গা পৌরসভায় ড্রেন নির্মাণে ভুয়া প্রকল্প দেখিয়ে ১ লক্ষ ৪৯ হাজার ৪শ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৩, তারিখ ১১ মে ২০১৬।

দুদুকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: সফিকুল ইসলাম ভূইয়া জানান, দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও খাগড়াছড়িতে বিভিন্ন দূর্নীতির অভিযোগে শীঘ্রই সিরিজ মামলা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান।