English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৪:২৯

শাজনীন হত্যা মামলায় আপিলের রায় যে কোন দিন

ষ্টাফ রিপোর্টার
শাজনীন হত্যা মামলায় আপিলের রায় যে কোন দিন

ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের মেয়ে শাজনীন হত্যার ঘটনায় ফাঁসির আদেশ পাওয়া পাঁচ আসামির আপিলের শুনানি শেষ হয়েছে। প্রায় ১৮ বছর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য বিষয়টি অপেক্ষমান রেখেছেন (সিএভি) সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বুধবার আপিলের চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার  সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।  

আদালতে আসামিপক্ষে শুনানি শুরু করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। বাদীপক্ষের শুনানিতে ছিলেন সদ্য অবসের যাওয়া বিচারপতি নজরুল  ইসলাম চৌধুরী এ এম আমিনউদ্দিন, এ এস এম আবদুল মোবিন ও সরোয়ার আহমেদ।

এদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

জানা যায়, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন লতিফুর রহমানের মেয়ে স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাজনীন তাসনিম রহমান।