English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৬:০২

বিমানযাত্রীর পেটে সোনার ডিম

অনলাইন ডেস্ক
বিমানযাত্রীর পেটে সোনার ডিম

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে বের করে সোনার ডিম জব্দ করেন শুল্ক গোয়েন্দা।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান মঙ্গলবার (১০ মে)এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ভোর ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরে বিজি ০৮৭ নম্বর বিমান আসা বেল্লাল হোসেন নামের ওই যাত্রীর পেট থেকে প্রাকৃতিক উপায়ে দু’টি সোনার ডিম সদৃশ বস্তু বেড় করে আনা হয়। পরে সেই বস্তু দু’টি থেকে দুটি করে ৪টি স্বর্ণের বার জব্দ করে গোয়েন্দারা। জব্দ করা স্বর্ণের ওজন ৪ শ’ গ্রাম।

বেল্লাল হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

বিমানবন্দরে নামার পরে তার হাঁটার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে এক্সরে রুমে নিয়ে এক্সরে করে বিষয়টি নিশ্চিত হন গোয়েন্দারা।