English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ২০:৪৫

শিশুকে ধর্ষন, আটক ধর্ষক

অনলাইন ডেস্ক
শিশুকে ধর্ষন, আটক ধর্ষক

নীলফামারীর ব্রাক স্কুলের পঞ্চম শ্রেনীর এক শিশু ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষনের ঘটনায় ধর্ষক মোসলেম উদ্দিনকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (৮ মে)  রাতে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ওই গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে। সোমবার (৯ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষিতা শিশু মেয়েটি নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে সূত্রে, একই গ্রামের আবু কালামের গ্রামের ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী ওই শিশু মেয়েকে গত শুক্রবার (৬ মে) সন্ধ্যায় গ্রামের একটি নার্সারীর বাগানের ভেতর ফুসলিয়ে নিয়ে গিয়ে মোসলেম উদ্দিন জোড়পূর্বক ধর্ষন করে।

শিশুটির অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার দিন রাতেই।

এদিকে প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে হুমকীসহ বসতভিটায় চলাচলের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। এ অবস্থায়  রোববার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ডোমার থানায় ধর্ষক সহ হুমকী দাতা ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে।

পুলিশ রাতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে। এসময় মামলার অপর তিন আসামী হুমকীদাতারা পালিয়ে যায়।

এই মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই ফজলুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার অপর তিন আসামীকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।