English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৬:৪৭

চাঁদা না পেয়ে দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
চাঁদা না পেয়ে দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে একটি দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় হামলার প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এবং দোকানে থাকা এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

শনিবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ব্যবসায়ী সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, কাঞ্চন বাজারে তাদের রাশিক ফ্যাশন হাউজ নামে একটি কাপড়ের দোকান রয়েছে। ইসলাম নামে এক চাঁদাবাজ বেশ কয়েক দিন ধরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো।

সকালে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ইসলামসহ ৪/৫ জন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

এসময় তারা সাদ্দাম হোসেনকে কুপিয়ে জখম করে। বাধা দিতে এগিয়ে এলে তার বড় ভাই মুশফিকুর রহমানকেও কুপিয়ে জখম করা হয়।  এসময় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশে থাকা এক লাখ টাকাসহ মালপত্র লুটে নেয় দুর্বৃত্তরা।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।