English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২১:২৪

জঙ্গি ইস্যু: সিঙ্গাপুর ফেরত ৫ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
জঙ্গি ইস্যু: সিঙ্গাপুর ফেরত ৫ বাংলাদেশি আটক

জঙ্গি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দেশে অবস্থানরত ১৩ বাংলাদেশিকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং বাকি ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে রেখেছে।

যে ৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।

আটকেরা হলেন— মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), রাহা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)।

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আটক ৫ জনকে ২৯ এপ্রিল বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর পর থেকে আমরা তাদের ওপর নজরদারি করি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে উগ্রবাদ-সংবলিত বেশ কিছু বই ও পাসপোর্ট উদ্ধার করা হয়। সিঙ্গাপুর কর্তৃপক্ষ অভিযোগ করেছে, আটকেরা ওই দেশে অবস্থান করে জঙ্গিবাদে যোগদানের জন্য সদস্য সংগ্রহ করছিল। বিভিন্নভাবে জঙ্গি কর্মকাণ্ডের জন্য তারা ফান্ড কালেক্ট করছিল।’

এ সময় উপস্থিত ছিলেন―ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপ-কমিশনার এসএম মাহবুব আলম, জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ও ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন।