English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২০:১০

৮ বাংলাদেশিকে আটক করেছে সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক
৮ বাংলাদেশিকে আটক করেছে সিঙ্গাপুর

নাশকতা, হত্যাকাণ্ড ও সরকার পতন পরিকল্পনা ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ।

এপ্রিলের কোনো এক সময়ে তাদের আটক করা হলেও মঙ্গলবার সিঙ্গাপুরের গণমাধ্যমকে খবরটি জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে ‘ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট’-এর আওতায় তাদের আটক করেছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আটকদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, এই ৮ বাংলাদেশি দেশে ফিরে শক্তি প্রয়োগ করে সরকারকে হটিয়ে দেশে খিলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক হওয়া আট বাংলাদেশি হলেন— মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহীম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরীফুল ইসলাম (২৭), হাজী মো. নুরুল ইসলাম সওদাগর ওরফে জাবেদ (৩০) ও ঈসমাইল হাওলাদার সোহেল (২৯)।

আটকদের মধ্যে মিজানুর রহমানই শুধুমাত্র সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ওয়ার্ক পারমিট ভিসায় সিঙ্গাপুরে গিয়েছেন। তারা সবাই নির্মাণ ও জাহাজ শিল্পে কাজ করতেন।