English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১০:১৬

মহাখালী ফ্লাইওভারে দু’ব্যবসায়ীকে কুপিয়ে মালামালসহ ট্রাক ছিনতাই

অনলাইন ডেস্ক
মহাখালী ফ্লাইওভারে দু’ব্যবসায়ীকে কুপিয়ে মালামালসহ ট্রাক ছিনতাই

 

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মালামালসহ ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ।

আহত দুই ব্যবসায়ী হলেন নাসির উদ্দিন (২৩) ও তাঁর বড় ভাই আবদুর রশিদ (৩৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে আহত দুই ব্যবসায়ীর স্বজন শফিকের ভাষ্য, গতকাল রাত তিনটার দিকে সূত্রাপুর থেকে ট্রাকে কাঁচামাল নিয়ে তাঁরা টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। মহাখালী উড়ালসেতুর ওপর কয়েকজন দুর্বৃত্ত পিকআপ ভ্যানে এসে ট্রাকের গতিরোধ করে। পরে দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ট্রাকের চালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ট্রাকসহ দুর্বৃত্তদের একজনকে আটক করা হয়েছে।