English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১৬:৫৬

পাঁচ রাজাকারের রায় কাল

অনলাইন ডেস্ক
পাঁচ রাজাকারের রায় কাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জ করিমগঞ্জের শামসুদ্দিন-নাসিরউদ্দিনসহ পাঁচ রাজাকারের রায় হবে মঙ্গলবার।
 
সোমবার (২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি এম আনোয়ারুল হক রায়ের এ দিন ধার্য করেছেন। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমীন খান মুন্নি। তিনি জানান, ট্রাইব্যুনাল ওই পাঁচ রাজাকারের রায় মঙ্গলবার ঘোষণা করবেন। এর আগে ১১ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন। তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ সাতটি অভিযোগ আনা হয়েছে। এ মামলার শুরুতেই পাঁচ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ।
 
পলাতক অপর চার আসামি হলেন সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ এবং একাত্তরে স্থানীয় রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম। গত বছরের ১২ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। এরপর ৪ নভেম্বর থেকে চলতি বছর ১ মার্চ পর্যন্ত পাঁচ আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমানসহ ২৫জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। আসামিপক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না। গত বছরের ১৩ এপ্রিল প্রসিকিউশনের তদন্ত সংস্থা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এরপর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে তা দাখিল করে। ১৩ মে এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ৬ জুন থেকে এ মামলার তদন্ত শুরু হয়। একই বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় ৪৫০ পৃষ্ঠার এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।