English Version
আপডেট : ১ মে, ২০১৬ ২০:৩৮

যেভাবে খুন হন টাঙ্গাইলের নিখিল (ভিডিও)

অনলাইন ডেস্ক
যেভাবে খুন হন টাঙ্গাইলের নিখিল (ভিডিও)
নিখিল ফাইল ফটো

 

স্ত্রী আরতি জোয়ার্দ্দরের সামনেই কুপিয়ে হত্যা করা হয় টাঙ্গাইল গোপালপুরের হিন্দু দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দারকে।

ঘটনার ৫ মিনিট আগেই আরতি খাবার পানি দেন নিখিলকে। এর কিছুক্ষণ পরই দেখেন দু'জন লোক তার স্বামীকে কুপিয়ে হত্যার পর চলে যাচ্ছে।

স্বামী হত্যার প্রত্যক্ষদর্শী আরতি নিজেই এসব তথ্য জানান। তিনি জানান, চলে যাওয়ার সময় ঘাতকদের গায়ের কাপড়ে রক্তের দাগ লেগে ছিল।

তিনি জানান, হত্যাকারীরা এসেছিল মোটর সাইকেলে।

জানতে চাইলে গোপালপুর থানার ওসি আব্দুল জলিল জানান, নিখিলের দোকানের সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। বাসার কাছেই নিহত নিখিল চন্দ্র জোয়ার্দ্দার টেইলরিং দোকান চালাতেন।

খাবার নিয়ে বা অন্য যে কোনো প্রয়োজনে বাসা থেকে তার স্ত্রী বা পরিবারের অন্য সদস্যরা প্রায়ই তার কাছে আসতেন।

ওসি জানান, প্রত্যক্ষদর্শী হিসেবে নিখিলের স্ত্রীসহ অন্যদের বক্তব্য নেয়া হয়েছে। বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত নিখিল চন্দ্র জোয়ার্দ্দারকে ২০১২ সালে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে ধর্মবিরোধী কথা বলার অভিযোগ ছিল। পরে অভিযোগ দায়েরকারীদের সঙ্গে তার সমঝোতা হয়েছিল।

নিখিল চন্দ্র জোয়ার্দ্দারের মেয়ে লিপি চন্দ্র বন্যা বলেন, তার বাবা কখনও ধর্মবিরোধী কথা বলেননি।

তিনি বলেন, 'স্থানীয় এক চা দোকানে তিনি 'হুজুরের দাড়ি আছে, ছাগলেরও দাড়ি আছে' বলে মন্তব্য করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। কিন্তু এ অভিযোগ সত্য না।

তার বাবাকে ওই সময় মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জানিয়ে লিপি চন্দ্র বন্যা বলেন, ২৪ দিন পর ছাড়া পান তার বাবা।

উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপালপুরের কালিবাড়ি বাজারে নিজ দোকানের সামনে হত্যাকাণ্ডের শিকার হন নিখিল। এরই মধ্যে আইএস এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। সূত্র: বিবিসি।  যেভাবে খুন হন টাঙ্গাইলের নিখিল (ভিডিও)।