English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৪:৫৫

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত যাপন, অতঃপর তরুণী খুন

ষ্টাফ রিপোর্টার
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত যাপন, অতঃপর তরুণী খুন

রাজশাহীতে হোটেলে যুবক-যুবতীর লাশ উদ্ধারের ঘটনার রেশ কাটতে নাকাটতে এবার রাজধানীর আদাবরে আবাসিক হোটেলে খুন হয়েছে বিউটি (২০) নামে এক তরুণী।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে আদাবরের রিং রোডস্থ অনন্যা আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোটেলটির রেজিস্ট্রার খাতা থেকে জানা যায়, নিহত বিউটি বাগেরহাট জেলার মনির হোসেনের স্ত্রী। শনিবার সংন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন বিউটি ও মনির। কিন্তু হত্যাকাণ্ডের পর মনিরকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মনিরই তাকে খুন করে পালিয়েছে।

এব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, শনিবার সংন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন বিউটি ও মনির। পরে সংবাদ পেয়ে রাত ৩টার দিকে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। বিউটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে মনির নামের ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই মনির নিখোঁজ বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।