English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:০২

মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায়

অনলাইন ডেস্ক
মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায়

বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসিসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের স্বাক্ষরের পর বৃহস্পতিবার ১৬৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে আসামিদের দণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা থাকল না। তবে আসামিরা যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন, সে ক্ষেত্রে দণ্ড কার্যকর স্থগিত থাকবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩২ ও নিসার ২৯ ও ৩০ নম্বর আয়াতের সূত্র ধরে আদালত ইসলামে অবৈধ হত্যাকাণ্ডের নেতিবাচক দিকের কথা উল্লেখ করা হয়েছে।