English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৩:১০

সিসিটিভিতে বন্ধী জুলহাজ-তনয়ের খুনিরা

অনলাইন ডেস্ক
সিসিটিভিতে বন্ধী জুলহাজ-তনয়ের খুনিরা
ঢাকার কলাবাগানে বাসায় ঢুকে দু'জনকে হত্যায় 'জড়িতদের' ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) দেখা গেছে। সোমবার (২৫ এপ্রিল) হত্যাকাণ্ডের পর 'খুনিরা' পালিয়ে যাওয়ার সময় পাশের একটি ভবনের সিসিটিভিতে তারা ধরা পড়েন।
 
 
সিসিটিভি ফুটেজে ছয়জনকে দৌড়ে যেতে দেখা যায়। তবে ক্লোজ সার্কিট ক্যামেরাটি তাদের চেহারা পরিস্কার দেখা যায়নি। পুলিশ বলছে, ভিডিও ফুটেজে যাদের পালাতে দেখা গেছে তারাই জুলহাজ ও তনয়ের খুনি। ফুটেজটি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী 'রূপবান' সম্পাদনায় যুক্ত ছিলেন। আর তনয় ছিলেন লোকনাট্য দলের কর্মী। পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে 'শিশু নাট্য প্রশিক্ষক' হিসেবেও কাজ করতেন তিনি।
 
হামলাকারীদের অস্ত্রাঘাতে ওই বাড়ির দারোয়ান পারভেজ মোল্লা আহত হয়েছেন। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন মমতাজ নামে এক এএসআই। খবর- সমকাল