English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৯:২৬

কলাবাগানে ২ জনকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
কলাবাগানে ২ জনকে কুপিয়ে হত্যা
হত্যা প্রতীকী ছবি।

রাজধানীর কলাবাগানে দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আজ সোমবার (২৫এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন জুলহাস মান্নান ও তন্ময় মজুমদার। তারা দু’জন সম্পর্কে বন্ধু বলে জানা গেছে।

এই হামলায় আহত একজন নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে ফাঁকা গুলি করে পালিয়ে যায়।