English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১১:৫৪

রাঙ্গুনিয়ায় দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা
চট্টগ্রামের ম্যাপ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড়বাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯) নামে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

রাঙ্গুগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।