English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:৫৯

চট্টগ্রামে মলম পার্টির চার সদস্যকে আটক

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে মলম পার্টির চার সদস্যকে আটক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 'মলম পার্টি চক্রের' চার সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার থেকে আজ রোববার দুপুর পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

আটককৃতরা হল—আব্দুল খালেক (৩৩), আমির হোসেন (৪৫), ইব্রাহিম (৩৬) এবং হাসান (২৬)। তাদের মধ্যে আব্দুল খালেকের বাড়ি নোয়াখালীর সুধারামপুর থানায় এবং অন্য তিনজনের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ৬ এপ্রিল রাতে মুরাদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় হাটহাজারী যাচ্ছিলেন হোসেন নামের এক ব্যক্তি। এসময় অটোরিকশায় চালকসহ আরও চারজন বসা ছিল।

অটোরিকশাটি আমিন জুটমিল এলাকায় পৌঁছলে হোসেনের চোখে মলম লাগিয়ে দিয়ে তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় মলম পার্টি চক্র। তিনি আরও জানান, এ ঘটনায় হাসান বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আব্দুল খালেক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তি দিতে সম্মত হয়েছে বলেও জানান ওসি।