English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ১৫:১৪

আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি:
আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

রাজশাহীর সাহেব বাজারের হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে মিজানুর রহমান (২৩) ও সুমাইয়া খাতুন (২০) নামে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিজানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সুমাইয়ার বাড়ি পাবনার রাধানগরে বলে জানা গেছে।

আজ শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বোয়ালীয়া থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে।

পুলিশ বলছে, ছেলেটির লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং লাশের হাত বাঁধা ছিল। অন্যদিকে, তরুণীর লাশ বিছানার ওপর শোয়ানো অবস্থায় পাওয়া গেছে এবং লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছেলে ও মেয়েটিকে হত্যা করা হয়েছে।