English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৬:০৮

কাউকেই ছাড় দেওয়া হবেনা

অনলাইন ডেস্ক
কাউকেই ছাড় দেওয়া হবেনা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যেসব আসামিরা জামিনের বাইরে আছেন তারা কেউই ছাড় পাবেন না বলে জানিয়েছেন সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল।

দুদক কার্যালয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) মাসিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা কামাল বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন আইনানুযায়ী তা নেওয়া হবে। এটা আশ্বস্ত করতে পারি যে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তারা তাদের ক্ষমতাবলে আসামিদের গ্রেফতার করছেন। আমাদের দৃষ্টিতে ছোট-বড় বলতে কিছু নেই। সবাইকেই আমরা আসামি হিসেবেই দেখি।

বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির বিষয়ে মোস্তফা কামাল জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও পুলিশের গোয়েন্দা শাখা অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। তবে দুদক নজর রাখছে। প্রয়োজন হলে অনুসন্ধান আমলে নেওয়া হবে।

পানামা পেপারস কেলেঙ্কারির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে। এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।