English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৯:৪৭

জেলগেট থেকে আটক মুফতি হারুন

অনলাইন ডেস্ক
জেলগেট থেকে আটক মুফতি হারুন

জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের আটক হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহার। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জেলগেট থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, 'একটি নাশকতা মামলায় কারাফটক থেকে মুফতি হারুন ইজহারকে আটক করা হয়েছে।

এ মামলায় রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়।' কারাগার সূত্রে জানা যায়, হেফাজতে ইসলামের নাশকতা এবং লালখান বাজার মাদ্রাসার গ্রেনেড হামলা মামলাসহ ১১টি মামলা রয়েছে হারুন ইজহারের বিরুদ্ধে। প্রসঙ্গত, ২০১৩ সালের ৯ অক্টোবর হাটহাজারী উপজেলার ইছাপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ১১ মামলায় আটক দেখানো হয়।