English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৮:৪৫

বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধার

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলীর শীল পাড়ায় মা ও মেয়ের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে শীল পাড়ায় একটি বাড়ি থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন, মেয়ে অন্তরা শীল ও মা সেলি শীল।

জানা গেছে, নিহতের স্বামী অসীম শীল চট্টগ্রাম কোর্টের আইনজীবীর সহকারী।   এদিকে নিহতের ভাই জানান, তার ভগ্নিপতি অসীম শীল দীর্ঘ দিন যৌতুকের জন্য তার বোনের উপর অত্যাচার করে আসছে। একাধিকবার তার বোনকে পিটিয়ে তাদের বাড়ী পাঠিয়ে দিয়েছে। তিনি এটাকে হত্যাকাণ্ড বলেন।

পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।