English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১৪:৫২

টিএসসিতে নারী শ্লীলতাহানির আসামিদের খুঁজে পায়নি পুলিশ

অনলাইন ডেস্ক
টিএসসিতে নারী শ্লীলতাহানির আসামিদের খুঁজে পায়নি পুলিশ

গত বছর পহেলা বৈশাখে রাজধানীর টিএসসি এলাকায় নারীর শ্লীলতাহানির চেষ্টায় দায়ের করা মামলায় এখনও কোন আসামি খুঁজে পায়নি পুলিশ। আসামিদের খুঁজে পেতে কতদিন সময় লাগবে তা-ও জানা নেই পুলিশের।

২০১৫ সালের ১৪ এপ্রিল রাজধানীর টিএসসি এলাকায় প্রায় ১০ জন দুষ্কৃতকারী কতিপয় নারীর শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ যৌন হয়রানির ঘটনায় অজ্ঞাতজনদের আসামি করে একটি মামলা করেন।

নারীদের লাঞ্ছনার পর প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৮ লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। তদন্ত সংস্থা ডিবি আসামিদের খুঁজে না পাওয়ায় আদালতে মামলা নিষ্পত্তি করার জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এরপর আদালতের নির্দেশে মামলাটি পুনঃতদন্তের জন্য ক্ষমতা পায় পুলিশের আরেক তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই তদন্ত পাওয়ার পর আজও কোন আসামিকে খুঁজে পায়নি। আসামিদের খুঁজে পেতে কতদিন সময় লাগবে তাও জানেন না তদন্ত সংস্থা পিবিআই।

মামলায় চকবাজারের ব্যবসায়ী কামাল হোসেন নামে একজনকে আটক করলেও সে ঘটনার সাথে জড়িত নয় বলে জানান তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, পহেলা বৈশাখের শ্লীলতাহানির চেষ্টায় করা মামলাটি ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আসামিদের খুঁজে পাচ্ছি না। তাই মামলাটির তদন্তে সময় লাগছে। আসামিদের খুঁজে পেতে কতদিন লাগবে তাও বলা যাচ্ছে না।