English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৫:৩৪

ডাক্তার, ব্যাংকার, প্রকৌশলসহ অাটক ৪

অনলাইন ডেস্ক
ডাক্তার, ব্যাংকার, প্রকৌশলসহ অাটক ৪
দুই ব্যাংকার, প্রকৌশলসহ সিভিল সার্জনকে অাটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বিভিন্ন অভিযোগে করা মামলায় বুধবার (১৩ এপ্রিল) তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. মোশাররফ হোসেন ও জাকির হোসেন, বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. আফতাব উদ্দিন আহমেদ ও চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রকৌশলী জিয়াউল হক।
 
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বুধবার দুপুর ১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে প্রকৌশলী জিয়াউল হককে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৩-১৪ অর্থবছরের এক উন্নয়ন প্রকল্প থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর মামলা হয়েছিল। এই মামলায় দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আজিজ ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। 
 
এদিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. মোশাররফ হোসেন ও এক্সিকিউটিভ অফিসার জাকির হোসেনকে আটক করা হয়েছে। দুপুর ২টায় দুদকের সহকারী পরিচালক জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন একটি টিম তাদের অাটক করে। তাদের বিরুদ্ধে সোনালী ব্যাংক থেকে সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের দু’টি পৃথক মামলা আছে।
 
তিনি আরো জানান, এছাড়া বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. আফতাব উদ্দিন আহমেদকে দুপুর সোয়া ২টায় সেগুনবাগিচা এলাকা থেকে আটক করেছেন দুদকের সহাকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই নির্ধারিত দরের চাইতে বেশি দর দেখিয়ে ৯৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা সরকারের ক্ষতিসাধন পূর্বক আত্মাসাতের অভিযোগে করা মামলার প্রধান আসামি।