English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৯:০৯

নাশকতা ইস্যু: কৃষি কর্মকর্তাসহ আটক ৩৩

জাদু
নাশকতা ইস্যু: কৃষি কর্মকর্তাসহ আটক ৩৩

বর্ষবরন অনুষ্ঠানে নাশকতার আশংকায় লালমনিরহাটের আদিতমারীতে ৩টি ছাত্রবাসে অভিযান চালিয়ে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ৩৩জনকে  আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান(৩২)। আর বিডি ফুডের এসআর কর্মকর্তা অামিনুর রহমান (৩৫)। বাকীরা সবাই আদিতমারী ডিগ্রী কলেজের ছাত্র।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন জানান, আসন্ন বাংলা বর্ষবরন অনুষ্ঠানে নাশকতার আশংকতায় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ আদিতমারী মেডিকেল মোড়ের ইমন ছাত্রবাস, আসাদুল ছাত্রাবাস ও রেলস্টেশন মোড়ের সাদ্দাম ছাত্রবাসে অভিযান চালান।

এসময় এক উপ সহকারী কৃষি কর্মকর্তা ও এক বিডি ফুড ফ্যক্টরীর এসআরসহ ৩৩জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ইমন ছাত্রবাসের ১০জন, আসাদুল ছাত্রাবাসে ১১জন ও সাদ্দাম ছাত্রাবাসে ১২জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার(সিনিয়র) আব্দুর রহিম আটককৃতদের ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ আব্দুর রহিম।

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তা যদি অপরাধী হয়, তার জন্য প্রশাসন রয়েছে ব্যবস্থা নিবেন।

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশংকতায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে। নির্দোষ প্রমানিত হলে ছেড়েও দেয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।