English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৬:৩৪

জেএমবির আমজাদকে আমৃত্যু কারাদণ্ড

অনলাইন ডেস্ক
 জেএমবির আমজাদকে আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুর জজ কোর্টে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য আমজাদ আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। এর আগে এ ঘটনায় আমজাদকে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি হাইকোর্টে খালাস পেয়েছিলেন।

চলতি বছর ৬ এপ্রিল হাইকোর্টের খালাসের রায় বাতিল করে নিম্ন আদালতে পুনর্বিচারের আদেশ দেন আপিল বিভাগ। পরে সেই আদেশ প্রত্যাহার করে আপিল বিভাগেই পুনঃশুনানির আদেশ দেওয়া হয়। সেই মামলার আপিলের পুনঃশুনানি শেষে আমজাদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাতেম আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার।

২০০৫ সালের ৩ অক্টোবর হামলা লক্ষীপুর জেলা জজ আদালতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একই দিনে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন জেলা জজ আদালতের নাজির বজলুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, যুগ্ম জজ আদালতে বিচার চলাকালে বোমা হামলা চালানো হয়। এতে ওই আদালতের বিচারক এমএ সুফিয়ান, বেঞ্চ অফিসার মো. শফিকুল্লাহসহ বেশ কয়েকজন বিচারপ্রার্থী আহত হন। পরে তাদের মধ্য থেকে মুজিবুল হক নামের এক বিচারপ্রার্থী মারা যান।