English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৭:১৯

সম্পাদক মাহফুজের ৭২ মামলা স্থগিত

অনলাইন ডেস্ক
সম্পাদক মাহফুজের ৭২ মামলা স্থগিত

রাষ্ট্রদ্রোহসহ মানহানির অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তার মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির। অবশ্য এর আগে গত ৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।

উল্লেখ্য- মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছিল ১৭টি মামলা। এবং মানহানির অভিযোগে করা মামলা ছিল ৫৫টি। মোট ৭২টি মামলার কার্যক্রম সোমবার স্থগিত করা হয়। তবে তার বিরুদ্ধে করা আরও ১০টি মামলার নথিপত্র এখনো হাতে পায়নি আদালত।