English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৬:১৩

মিনারের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক
 মিনারের জামিন বাতিল

ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

সেইসঙ্গে কারাগারের যে তিন চিকিৎসক মিনারকে জেলখানা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছিলেন, তাদেরও তলব করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার জামিন বাতিলের আদেশ দেয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড আদালতে প্রতিবেদন দিয়ে ‘মিনার শারীরিকভাবে সুস্থ’ জানানোর প্রেক্ষিতে আসে চিকিৎসকদের তলবের আদেশ।

সংশ্লিষ্ট কারা চিকিৎসকদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে তাদের। ১৫ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য মিনারের জামিন মঞ্জুর করলে তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে যায়। ২০ মার্চ চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

সেদিন আপিল বিভাগ মিনার চৌধুরীর জামিন স্থগিতের মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে বারডেম হাসপাতাল থেকে মিনারকে ছাড়পত্র দিতে বলে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যককে একটি মেডিকেল বোর্ড গঠন করে মিনারের স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। মিনারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান।