English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৫:১৮
কিবরিয়া হত্যা মামলার অভিযোগে

ফের কারাগারে মেয়র আরিফ

অনলাইন ডেস্ক
ফের কারাগারে মেয়র আরিফ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর হওয়ায় ১৫ দিন মুক্ত থাকার পর আবার কারাগারে পাঠানো হয়েছে আরিফকে।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলায় আরিফুল হক চৌধুরী ১৫ দিনের জামিন পেয়েছিলেন।

তিনি জানান, সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আরিফ সোমবার নিজের অসুস্থতা এবং তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন।

আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন আরিফ।